নিজস্ব প্রতিবেদক: ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় র্যাবের পৃথক অভিযানে ১৮ জুয়াড়ি গ্রেপ্তার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ শামীম (৪০), মোঃ জাকারিয়া (৪০), আকমুল হোসেন (৪২), আইয়ুব আলী (৬০), আবুল হাসেম (৪০), গিয়াস উদ্দিন (৪০), মাহাবুব আলম (৩৮), মোঃ সোহাগ (৩০), আনোয়ার হোসেন (৪২), নাসির আকন (৩৯) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ১০টি মোবাইল ফোন, ৪ প্যাকেট জুয়া খেলার কার্ড (তাস) ও নগদ ৪ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া রোববার রাতে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া কালিবাড়ি এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে শেখ মোঃ সাজু (৩৫), আতিকুর রহমান (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৭), আশিক খান (২৬), খোকন বর্মন (৩৬), রাজু সাহা (২৬), সাত্তার সরদার (৪০), চন্দ্রবান মন্ডল (৩২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৭ টি মোবাইল ফোন, ৫ প্যাকেট জুয়া খেলার কার্ড (তাস) ও নগদ ৪ হাজার ৫শ’ ৪৬ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।