300X70
শুক্রবার , ১৩ মে ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রাজধানীতে সন্ত্রাসী ও চাঁদাবাজী করতো মিজু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ১৩, ২০২২ ১:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল সংবাদ পায় যে, রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন ঢালকানগর এলাকার একটি বাড়ীতে কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ মে) রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন ঢালকানগর এলাকায় একটি বাসায় একটি অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেটসহ মশিউর রহমান @ মিজু (৩৫) নামে ১ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেফতার করে।

এসময় তার নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ টি চাইনিজ কুড়াল ও ১২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে গেন্ডারিয়াসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় টেন্ডারবাজী, চাঁদাবাজী ও সাধারাণ নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। এছাড়া গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :