র্যাব-১০ এর পৃথক অভিযান:
নিজস্ব প্রতিবেদক: র্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানী বিভিন্ন এলাকা হতে ২৯ জুয়ারী, ৬ ডাকাত দলের সদস্য ও ফেন্সিডিল এবং ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে ঢাকার যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর ও দক্ষিণ কেরানীগঞ্জ হতে পৃথক অভিযানে ২৯ জুয়ারী, যাত্রাবাড়ী এলাকা থেকে ৫০১ বোতল ফেন্সিডিল ও ৭৬৭০ পিস ইয়াবাসহ ২ জন এবং ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার করেছে।
র্যাব জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর(জুয়ারী) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে র্যাবের-১০ এর একটি আভিযানিক দল রাজধানীল যাত্রাবাড়ী থানাধীন ৪৩/ডি দক্ষিণ সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে জুয়া আসর হতে জুয়া খেলা অবস্থায় ১৪ জন জুয়ারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে:- আবু বক্কর সিদ্দিক (২৬), রাশেদুল ইসলাম (২৬), আবু সাঈদ মন্ডল (৪০), আব্দুল হালিম (৫০), কাঞ্চন মিয়া (৪০), হযরত আলী (৫০), হালিম সরকার (৪৫), শাহআলম (৩৫), হাবিবুর রহমান (৩৭), ইলিয়াস হোসেন (৩৫), মনিরুল ইসলাম (৩৫), মোক্তার আলী (৪০), হোসেন আলী (২৮) এবং নাজিম উদ্দিন (৪৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৮ টি মোবাইল ফোন, খোলা অবস্থায় ২৫০ পিস জুয়া খেলার কার্ড ও নগদ- ৮০০/- টাকা জব্দ করা হয়।
এছাড়া গত রোববার সোয়া ৭ টার দিকে র্যাবের-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন রুপনগর এলাকায় অভিযান চালিয়ে ৭ জন জুয়ারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে:- আরশাদুল (৩৮) , রুবেল (৩৪), খোকন (৪০), জাহাঙ্গীর আলম (৩৮), সোহেল (২৪), বাবুল (৪৫) এবং ইউসুফ (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৭ টি মোবাইল ফোন, খোলা অবস্থায় ১০২ পিস জুয়া খেলার কার্ড ও নগদ- ১৯,৮০০/- টাকা জব্দ করা হয়।
এছাড়াও একই দিন রাত প্রায় ১২টার দিকে র্যাবের-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বনগ্রাম বাজার এলাকায় হতে ৮ জন জুয়ারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে:- ফারুক (৩৮), ওমর ফারুক (৪০), আবুল কালাম (৩০), মনির (২৭), জাহাঙ্গীর হাসান (৩২), শহিদুল (৩২), ইমরান হোসেন সাগর (২১) এবং শাহআলম (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৯ টি মোবাইল ফোন, ০১ (এক) প্যাকেট ও খোলা অবস্থায় ৫৫ পিস জুয়া খেলার কার্ড ও নগদ- ১১,০৩০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়ারী। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৫০১ বোতল ফেন্সিডিল ও ৭৬৭০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে অপর একটি দল:
সোমবার সোয়া ৩ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিন যাত্রাবাড়ী এলাকায় হতে ৫০১ বোতল ফেনসিডিল ও ৭,৬৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে নাছির (২৮), পিতা- মনির প্রধান, সাং- জুগীচাপর, থানা- কঁচুয়া, জেলা- চাঁদপুর, মাহবুব (২৫), পিতা- হযরত আলী, সাং- ধনেশ্বর, থানা- দাউদকান্দী, জেলা- কুমিল্লা বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি কভার্ড ভ্যান, ২ টি মোবাইল ও নগদ ২৫২০/- টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে, ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় র্যাবের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৬(ছয়) সদস্য গ্রেপ্তার; ৭টি অটো রিক্সা উদ্ধার:
র্যাব জানায়,র্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল পাসপোর্ট অফিস এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারি চালিত অটোরিক্সা ডাকাতি করা কালিন সময় ডাকাত দলের ১ জন সদস্যকে গ্রেফতার করে। পরবর্তীতে ডাকাত দলের উক্ত সদস্যের তথ্য মতে উক্ত আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ ও সিরাজদিখান থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি হওয়া ব্যাটারি চালিত অটোরিক্সাসহ ৭ টি অটোরিক্সা উদ্ধার করে এবং আন্তঃজেলা ডাকাত দলের আরও ৫ জন সদস্যকে গ্রেফতার করে।