নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় র্যাব- ১০ এর পৃথক পৃথক অভিযানে হেরোইন, ফেন্সিডিল ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার।
গতকাল মঙ্গলবার (৯ মার্চ) রাত ১২টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন ওয়্যার স্ট্রিট এলাকায় একটি অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সাগর (২৫) ও নজরুল (৩০)। এ সময় তাদের নিকট থেকে ২ টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৯শ’ ৭০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া আজ বুধবার (১০ মার্চ) রাত পৌনে ১টার দিকে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কাজলা এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ নজরুল (৫০) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল ফোন ও নগদ ৪শ’ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া আজ বিকাল ৩ টার দিকে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ১ হাজার ২শ’ ৯৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান (৩২) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ৩ টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ওয়ারী ও যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।