300X70
শুক্রবার , ২৫ ডিসেম্বর ২০২০ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রাজধানীর চকবাজারে জুয়ার আসর থেকে ১৯ জন গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৫, ২০২০ ১২:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-১০ এর এক আভিযানিক দল রাজধানীর চকবাজার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

র‍্যাব-১০ জানায়, গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর সিপিসি-৩ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে রাজধানী ঢাকার চকবাজার মডেল থানাধীন, ১৭/১, রহমতগঞ্জ জৈনক হাসানের বাড়ির নিচতলায় অভিযান চালানো হয়। ওই বিশেষ অভিযানে ১৬ প্যাকেট জুয়া খেলার কার্ড, ২ টি টাকা জমা রাখার বক্স এবং নগদ ৮১ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা ১৯ জন হলেন মো. আলমগীর (৩১), আব্দুর রহিম (৪৫), মো. সিদ্দিকুর রহমান (৩২), মোহাম্মদ হাসান (৩৫), মো. রুবেল (৩৫), মোহাম্মদ এনামুল (২৪), মো. আব্দুস সালাম (৪২), মোহাম্মদ জাকির (৩২), মো. মিজানুর রহমান (৪৪), মো. কবির (২৩), মো. ভুট্টো (৩৩), মো. শুকুর মিয়া (৫২), মো. রফিকুল ইসলাম (৪৭), মো. ইমরান (২৮), মো. মিরাজ (৩০), মোহাম্মদ আজিজুল (৩১), মো. হৃদয় (২৪), মো. ইব্রাহিম (৩২) এবং মো. আব্দুল করিম (৪৮)। তাদেরকে জুয়াখেলা অবস্থা গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সঙ্গে জুয়া খেলে সামাজিক পরিবেশের অবক্ষয় ঘটাচ্ছিল এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বত্র হারাচ্ছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজধানীর চকবাজার মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :