নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজার এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল।
গতকাল সোমবার (১০ মে) বিকাল পৌঁনে ৩ টার দিকে সময় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার মডেল থানাধীন চক সার্কুলার রোড মক্কা টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৮শ’ ৬০পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ তারক সেন (২৮) ও বিশ্বজিৎ দেব @ মতু (৪০) নামের ২ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ২ টি মোবাইল ফোন ও নগদ- ৬ হাজার ২০টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ ঢাকাসহ এর আশপাশের এলাকায় বিস্ফোরকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।