বাঙলা প্রতিদিন ডেস্ক : সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘লংমার্চ টু ঢাকা’ সফল করতে রাজধানীর রাস্তায় নেমে এসেছেন লাখো মানুষ। অনেকে হাতে পতাকাসহ স্লোগান দিচ্ছেন।
এদিকে দেশের চলমান পরিস্থিতিতে নিয়ে সোমবার (৫ আগস্ট) দুপুর ৩টায় জনগণের উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। সেই সময় পর্যন্ত দেশের সব নাগরিককে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
এমন খবর পেয়ে দুপুর ১টার পর থেকে রাজধানীর অলিগলিতে, প্রধান রাস্তায় লোকজন নেমে আসে। এ সময় বিভিন্ন স্লোগানে উল্লাস করতে দেখা যায় সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের। বিকাল পৌনে ৩টায় সরেজমিন রাজধানীর কাওরানবাজার, বাংলামোটরে দেখা গেছে, লাখ লাখ মানুষ শাহবাগের দিকে প্রবেশ করছে।
টানা কয়েক দিন ঘর থেকে বের হননি কাঁঠালবাগানের বাসিন্দা রবিউল ইসলাম। কাওরানবাজার মোড়ে তিনি বলেন, গলিতে সবাই দৌড়াদৌড়ি করছেন। সবাই রাস্তার দিকে, তাই আমিও আসছি।
সবারই মুখে হাসি দেখে ভালো লাগছে। পাশে আরও অনেকে হাসি দিয়ে বলছিলেন, সময়টা পরিবর্তন হবে দ্রুত আশা করি। আমরা এই সময়ের জন্য অপেক্ষায় আছি।