নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকার দুই সিটির মোট ২১টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে দুই সিটির নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ সিটির আটটি এবং উত্তর সিটির ১৩টি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে পাওয়া তথ্য মতে ১০, ৫৩, ৩৮, ৪১, ৩৭, ৪৩, ২৬ এবং ১৬ নম্বর ওয়ার্ডের শতভাগ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।
আর উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৬, ৭, ১০, ১১, ১৭, ১৯, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৬, ৫২ ও ৫৪ নম্বর ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
এর আগে, সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শেষে দুই সিটির মেয়র নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা সিটির সব বর্জ্য অপসারণ করার আশ্বাস দেন।
দ্রুত বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসি ও ডিএনসিসির প্রায় ২০ হাজার কর্মী কাজ করছে।
ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করছেন।
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি নানাবিধ দিকনির্দেশনা দেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেন।
নর্দমা ও যত্রতত্র বর্জ্য না ফেলে থলেতে (ব্যাগে) বর্জ্য সংরক্ষণ করে তা করপোরেশন নির্ধারিত ব্যক্তির নিকট হস্তান্তরে মেয়র ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানান।