নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যারাই রাজনীতি করবে তাদের রাজনীতির আদর্শ মেনে চলতে হবে। এর বাইরে কিছু করলে তার জবাব দিতে হবে।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপি মডেল উপজেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির বলে কথা নেই, যারাই দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করবে সে যেই হোক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আসাদুজ্জামান খান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থাতেই আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীতে যারা দায়িত্বে আছেন তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করে যাচ্ছে।
তিনি বলেন, আনসার একটি বিরাট বাহিনী। তাদের যখন যেখানে প্রয়োজন হয় সেখানেই ব্যবহার করা হয়। আমাদের প্রতিটি বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে। আনসারও তার একটি।
সীমান্ত হত্যা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছিল। সেখানে আমরা স্পষ্টভাবে বলেছিলাম, তারাও তাতে অভিন্ন অভিমত দিয়েছিল। তারা সীমান্ত হত্যা কমাবে, সীমান্তে যে নাশকতামূলক কর্মকাণ্ড হয়, সেগুলো বন্ধ করবে বলেছিল। তারা আহ্বান করেছিল, সীমান্তে অবৈধ চলাচল যেন না হয়। তারা বলেছিল, সীমান্তে তারা যে ধরনের হাতিয়ার (মারণাস্ত্র) ব্যবহার করে, সেগুলো করবে না। এখন অনেক স্থানে আর মারণাস্ত্র ব্যবহার করা হচ্ছে না। যেসব স্থানে ব্যবহার করা হচ্ছে, সেখানে বিজিবি-বিএসএফ বৈঠক করে তা বন্ধ করার ব্যাপারে আলোচনা করছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুন বাতেন, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বাঘা প্রমুখ উপস্থিত ছিলেন।