রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদী রায়পুরা উপজেলার প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল নয়টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এর নেতৃত্বে ১৪৩০ নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহন করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হুসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন , উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাবিব ফরহাদ আলম,উপজেলা প্রানী সম্পদ অফিসার মোঃ আজহারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নরুদ্দিন জাহাংগীর, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, সাংবাদিক ও শিক্ষক, শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাপের খেলার মাধ্যমে শুভ নববর্ষের অনুষ্ঠান সমাপ্ত হয়।