বাঙলা প্রতিদিন ডেস্ক : রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে একমত হয়েছেন ১২ দলীয় জোটের নেতারা। তবে বিএনপি এখনো দলীয়ভাবে মতামত জানায়নি। তাই বিএনপির মতের অপেক্ষায় রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার ১২ দলীয় জোটের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ১২ দলীয় জোটের নেতারা রাষ্ট্রপতির অপসারণের পক্ষে মত দিয়েছেন। বিএনপি নেতারাও বিচ্ছিন্নভাবে এ ব্যাপারে মত দিয়েছেন। তবে তারা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত এখনো জানাননি। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, বিএনপি যদি জনগণের মনের চাওয়া বুঝতে পারে তাহলে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে আন্দোলনে আরেকবার আমাদের সঙ্গে থাকবে।
এর আগে, বিকেলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ আহসানুল হুদা, লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান, ইসলামিক ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আদিব মমিন আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুউদ প্রমুখ।