নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাস্তায় মালামাল রেখে পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুটি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) ডিএনসিসির ১৪ নং ওয়ার্ডের সেনপাড়া পর্বতা, শেওড়াপাড়া ও পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আবেদ আলী ( অঞ্চল-৪)।
তাঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৫৫টি ভবন, স্থাপনা, জলাশয়, রেষ্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করে। রাস্তায় মালামাল রেখে পথচারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্থানীয় সরকার (ঢাকা সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২(৩, ৭, ১৪, ৬২) ধারায় ৬০,০০০ টাকা জরিমানা করাসহ করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে জনসাধারণ’কে সতর্ক করাসহ প্রায় ৫০টি মাক্স বিতরণ করে।