বাহিরের দেশ ডেস্ক: সুরাতের আদালত রাহুল গান্ধীকে দু’বছরের কারাবাস ঘোষণা করার পরদিনই তার সাংসদ পদ বাতিল হয়ে গেল। শুক্রবার দুপুরে ভারতীয় সংসদের একটি লিখিত বিবৃতিতে এ কথা জানানো হয়। দু’লাইনের বিবৃতিতে বলা হয়েছে যে, রাহুল গান্ধী সংসদে প্রতিনিধিত্ব করার অধিকার হারিয়েছেন। উল্লেখযোগ্য, আজ সকালেই বিশেষজ্ঞদের উদ্ধৃত করে মানবজমিন জানিয়েছিল, রাহুলের সংসদ সদস্য পদ বাতিল হওয়াটা এখন সময়ের অপেক্ষামাত্র।
উল্লেখ্য, কেরালার ওয়ানাদ এর সংসদ নির্বাচনেও লড়তে পারবেন না তিনি। কংগ্রেস পুরো ঘটনাটিকে বিজেপির প্রতিহিংসা বলে বর্ণনা করেছে।