প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুলিবাড়ি এলাকা থেকে অস্ত্র-গুলিসহ জুনায়েদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
জুনায়েদ সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার শাহজাহান আলীর ছেলে।
এদিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জেলা বিএনপির জেষ্ঠ্য নেতৃবৃন্দ জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজকে এনায়েতপুর খাঁজা ইউনূস আলী মেডিকেল কলেজ থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, অবিলম্বে সবুজের সন্ধান দাবি ও নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।