মাঠে মাঠে ডেস্ক : আন্তর্জাতিক বিরতি শেষে আবার লা লিগার ম্যাচে ফেরার আগে খারাপ খবর রিয়াল মাদ্রিদ শিবিরে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লস ব্লাঙ্কোসদের ফরোয়ার্ড লুকা জোভিচ।
এই সার্বিয়ান ফরোয়ার্ডের করোনা আক্রান্তের বিষয়ে রিয়াল জানায়, ম্যাচের আগের রুটিন চেক আপে জোভিচের করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত এই সার্বিয়ান ইতিমধ্যে আইসোলেশনে অবস্থান করছেন। এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় সার্বিয়ান এই স্ট্রাইকারকে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন দলটির কোচ জিনেদিন জিদান।
রিয়াল শিবিরে করোনাভাইরাসের থাবা এই প্রথম নয়। এর আগে কাসেমিরো, মিলিতাও এবং এডেন হ্যাজার্ড করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে অনুশীলনে ফিরেছেন তিন জনই।
এদিকে আজ রাত সোয়া নয়টায় ভিয়ারিয়ালের মাঠে নামবে বর্তমানে তালিকার চারে থাকা রিয়াল। লস ব্লাঙ্কোসদের এখন পর্যন্ত ৮ ম্যাচে সংগ্রহ ১৬ পয়েন্ট। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের সংগ্রহ ৯ ম্যাচে ২০ পয়েন্ট।