বাহিরের দেশ ডেস্ক: বুধবার ভোরে বিমান হামলার মধ্য দিয়ে ইউক্রেনে আগ্রাসন শুরু করতে পারে রাশিয়া, কয়েক দিন ধরেই এমন গোয়েন্দাতথ্য দিয়ে আসছিল পশ্চিমারা। তবে মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে কিছু সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া। এতে উত্তেজনা কিছু প্রশমন হয়।
তবে এখনও ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের প্রবল আশঙ্কা রয়েছে বলে সতর্ক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছেন, “এখনও ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া। এর প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এটি হলে বহু মানুষের প্রাণহানি ঘটবে।”
একই সঙ্গে ইউক্রেনে হামলা হলে তার সমুচিত জবাব দিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন বাইডেন।
মঙ্গলবার এক টেলিভিশন বক্তব্যে এসব কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
তিনি বলেন, “এখনও ইউক্রেন সীমান্তে দেড় লাখ রুশ সেনা মোতায়েন রয়েছে। যদিও দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। তবে সেটি এখন পর্যন্ত যাচাই করা যায়নি।”
বাইডেন বলেন, “সেনা প্রত্যাহারের ঘোষণা একটি ভাল সিদ্ধান্ত। কিন্তু এখনও তা প্রমাণিত নয়। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি যে, রুশ সেনারা তাদের মূল ঘাঁটিতে ফিরে গেছে।”
সত্যি বলতে, আমাদের বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন যে, তারা (রাশিয়ান সেনা) রয়েছেন খুব বেশি হুমকির অবস্থানে রয়েছে। সূত্র: বিবিসি