নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সারা দেশে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা।
এতে আজ বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে, রেলমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
রেলমন্ত্রী সাংবাদিক, রেলের রানিং স্টাফ ও শ্রমিকদের উপস্থিতিতে বলেন, রেলের রানিং স্টাফদের যে অসুবিধা ছিল, তা নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় যোগাযোগ করেছি। সেখান থেকে আমাকে জানানো হয়েছে, যে প্রজ্ঞাপনের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে, সেটা আমরা বাতিল করে দেব।
তিনি বলেন, তার পরিপ্রেক্ষিতে আমি ঘোষণা দিচ্ছি যে, গত ১০ এপ্রিল যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটি বাতিল করা হলো।
মন্ত্রী বলেন, আগামী ১৯ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সময় দিয়েছেন। আমার সচিবসহ আমি দেখা করব। আশা করছি আগামী ১৯ তারিখের মধ্যে বিষয়টির ফয়সালা আমরা পেয়ে যাব। আবার পেনশন-ভাতা যেভাবে রানিং স্ট্যাটাস ছিল, সেভাবেই পাবে বলে আশা করি।
কর্মবিরতির জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা না নিতে রেল বিভাগ ও মন্ত্রণালয়কে নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল রেলের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলওয়ে রানিং স্টাফদের নেতারা।
রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘আমরা রানিং স্টাফ কর্মচারী কল্যাণ সমিতির নেতারা মন্ত্রী মহোদয় সঙ্গ বৈঠক করেছি। উনার আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং আমাদের আর অল্প সময় সবাইকে ধৈর্য ধরতে হবে।
তিনি বলেন, নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা আজকের মতো এখান থেকে নিজ নিজ কাজে ফিরে যাব। এখন, এই মুহূর্ত থেকে আমরা কাজে ফিরে যাচ্ছি।
গত রাত ৩টা ২০ মিনিট থেকে রেলপথে চালকসহ রানিং স্টাফরা ইঞ্জিন পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা বন্ধ করে দেন।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ সারা দেশের অন্যান্য স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরা।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার জানান, হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় অচলাবস্থা তৈরি হয়।
এর আগে বেতন-ভাতা বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচিতে যায় রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। পরে ৩০ জানুয়ারি রেলভবনে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি স্থগিত করে।
রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া আশ্বাসগুলোর মধ্যে ছিল- পেনশন ও আনুতোষিক সুবিধা আগের মতো বহাল রাখতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া।
এ ছাড়া গত বছরের ৩ নভেম্বরের আগে যেসব রানিং স্টাফ অবসরে গেছেন তাদের আগের নিয়ম অনুযায়ী পেনশন ও আনুতোষিক সুবিধা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে।
কিন্তু গত ১০ এপ্রিল এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর রেলওয়ের রানিং স্টাফরা আজ এ ধর্মঘটে গিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, বেসামরিক পেনশন ও আনুতোষিক হিসাবের ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে কোনো ভাতা যোগ করে হিসাব করার সুযোগ নেই। তাই রেলওয়ের রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে চলমান ভাতা যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা প্রদানের প্রস্তাবে নির্দেশক্রমে পুনরায় অর্থ বিভাগের অসম্মতি জ্ঞাপন করা হলো।