300X70
সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রেল স্টেশনে কাউন্টার খোলার ২০ মিনিটের মধ্যেই টিকিট শেষ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৫, ২০২২ ১২:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকের ভাগ্যে জুটছে না ট্রেনের টিকিট। আর অনলাইনে টিকিট কাটার চেষ্টা যারা করছেন তাদের টাকা কেটে নেওয়া হচ্ছে কিন্তু ই-মেইলে টিকিট আসছে না। তারা গিয়ে ভিড় করছেন রেল স্টেশনে।

গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে বিক্রি হয়েছে ২৮ এপ্রিলের টিকিট। রেলের টিকিট বিক্রি শুরু হয় গত শনিবার। প্রথম দিনের তুলনায় গতকাল স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল বেশি। লাইন ছিল অনেক বেশি দীর্ঘ।

রাজধানীর মোহম্মদপুর এলাকার বাসিন্দা হাসিবুল আলম গতকাল রোববার সকাল আটটার দিকে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেছিলেন। সে সময় টাকা কেটে নেওয়া হলেও তাঁর টিকিট ই-মেইলে আসেনি। অনলাইনে টিকিট কাটতে না পেরে কমলাপুর স্টেশনে যান তিনি। গতকাল সকালে সকালে স্টেশনে তিনি বলেন, ‘৩০ নম্বর সিরিয়াল ছিল। আমি এসির টিকিট কাটতে এসেছিলাম। কিন্তু নন এসি টিকিট পেলাম। জানি না এসির টিকিট এত দ্রুত কীভাবে শেষ হলো।’

নীলফামারী যাওয়ার জন্য গতকাল কমলাপুরে টিকিট কাটার জন্য আসেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ফুয়াদ হাসান। তিনি বলেন, ‘প্রতিবছর ঈদের সময় বাড়ি যেতে হয়। কিন্তু টিকিট সংগ্রহের এই ভোগান্তির কোনো শেষ নেই। কয়েক মাস আগে রেলওয়ের টিকিট অনলাইনে বিক্রির প্রতিষ্ঠান পরিবর্তন করে সহজ লিমিটেডকে দেওয়া হলো।

অথচ তারা প্রস্তুত ছিল না। ঈদের কয়েক মাস আগে কেন পরিবর্তন করা হলো। গতকাল অনলাইনে অনেকবার চেষ্টা করেছি টিকিট কাটার। লগইনই করতে পারিনি। যখনই লগইন করি, তখনই টিকিট সোল্ড আউট।’

রিমন আরো বলেন, ‘একটি বগিতে ৯২টি আসন থাকে। এর অর্ধেক পাওয়া যাবে অনলাইনে, অর্ধেক কাউন্টারে। অথচ টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচজনের পর এসির টিকিট শেষ। এখন আমার তিনটা এসির টিকিট লাগবে। অথচ শোভন টিকিট কিনতে হচ্ছে। তাহলে রাতে এসে এত কষ্ট করে কী লাভ?’

রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটতে আসা অনেকে এভাবে অনলাইনে টিকিট না পাওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন। অনেকে আবার এসি টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে জটিলতা সংক্রান্ত অভিযোগের বিষয় নিয়ে কমলাপুর রেলস্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল আটটায় যখন অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়, সবাই তখন একসঙ্গে টিকিট কেনার চেষ্টা করেন।

এ সময় সার্ভার কিছুটা জ্যাম হয়। আবার বেলা ১১টার দিকে টিকিট কাটার উদাহরণ আছে। সবকিছুই করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষ সেটা কতটুকু যথাযথভাবে ব্যবহার করতে পারে, সেটাও একটা বিষয়। একটা টিকিটে হাজার লোক হিট করে।

সহজের সার্ভারটি বেশি চাপ নেওয়ার উপযোগী কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্টেশন ব্যবস্থাপক বলেন, ‘সহজ বলে, তারা এক মাস হলো এ সার্ভার তৈরি করেছে। সহজ এই টিকিটের সেবা সহজ করতে আরো সময় চাচ্ছে।

কাউন্টারের সার্ভার একবারো ডাউন হয়নি। সহজ এক মাস হলো এসেছে। এখনো তাদের সেবা মূল্যায়ন করার সময় হয়তো আসেনি। এত ভিড় আমি কোথাও দেখিনি। যেহেতু আসনসংখ্যা নির্দিষ্ট, তাই যাত্রীসংখ্যাও সীমিত হবে।’

মো. আকরামুল হোসেনের বাসা রামপুরায়। তিনি গত শনিবার দিবাগত রাত দুইটার সময় রেলস্টেশনে এসেছেন। আকরামুল বলেন, ‘টিকিট কাটতে অনেক কষ্ট। স্টেশনেই সেহরি করেছি। বাইরে থেকে খাবার কিনে খেতে হয়েছে। তবে এখন টিকিট কেটে অনেক ভালো লাগছে।’ চুয়াডাঙ্গার দুটি শোভন চেয়ারের টিকিট পেয়েছেন তিনি।

সেহরির পরপর স্টেশনে এসেছেন সম্রাট সাঈদ। সুন্দরবন এক্সপ্রেসের দুটি টিকিট তিনি পেয়েছেন। তিনি বলেন, ‘আমি যে টিকিট চেয়েছিলাম, সেটাই পেয়েছি। শোভন চেয়ারের টিকিট পেয়েছি। অনেকেই চাদর বিছিয়ে বসে ছিলেন। মানুষের হয়রানি ও ভোগান্তির শেষ নেই।’

তেজগাঁও কলেজের শিক্ষার্থী মো. সোহেল হোসেন গত শনিবার সন্ধ্যায় বারিধারার বাসা থেকে কমলাপুর রেলস্টেশনে এসেছেন। গতকাল সকাল ১০টার দিকে তিনি টিকিট কাটতে পেরেছেন কিন্তু কাঙ্খিত টিকিট পাননি। সোহেল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসির টিকিট চেয়েছি কিন্তু পাইনি। টিকিট বিক্রি শুরুর ১৫ মিনিট পরেই এসির টিকিট শেষ।’

কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের এসি টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ বেশি আসছে।

এ বিষয়ে স্টেশন ব্যবস্থাপক বলেন, এসব ট্রেনে এসি কোচ আছে একটি করে, যার আসনসংখ্যা ৫৫। এর অর্ধেক চলে যায় অনলাইনে, বাকি অর্ধেক কাউন্টারে। সে ক্ষেত্রে প্রথম তিন থেকে চারজনের পরে আর টিকিট পাওয়া যায় না। এ কারণে এসি টিকিট না পাওয়ার বিষয়টি থাকতেই পারে।

পাঁচ বছর আগেও কমলাপুর রেলস্টেশনে ঈদের সময় এমন হতো, এখনো হচ্ছে, মানুষের ভোগান্তি কবে কমবে, এ প্রশ্নের জবাবে স্টেশন ব্যবস্থাপক মোহাম্মাদ মাসুদ সারওয়ার বলেন, সক্ষমতা বাড়ানোর জন্য রেলপথ মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। নতুন নতুন কোচ ও ইঞ্জিন সংযোজন করা হচ্ছে।

মাসুদ সারওয়ার আরো বলেন, ‘রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন, যাতে কোনোভাবে টিকিটসংক্রান্ত কোনো অভিযোগ উত্থাপিত না হয়। আমরা নিশ্চিত করতে পারছি, কাউন্টার থেকেই যাত্রীরা টিকিট পাচ্ছেন। যেহেতু আইডির মাধ্যমে টিকিট কাটা হচ্ছে, সেহেতু টিকিট বিক্রিতে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।’

স্টেশনে টিকিটপ্রত্যাশীদের বিভ্রান্তি ও হয়রানি প্রসঙ্গে স্টেশন ব্যবস্থাপক সাংবাদিকদের বলেন, ‘ভিড়টা আমরাও দেখছি, আপনারা দেখছেন। এর মধ্যে দিয়ে এটাই প্রমাণ হয় যে, বাংলাদেশ রেলওয়ে প্রতি মানুষের আস্থা বেড়েছে।’

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :