নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
বুধবার পেট্রোবাংলার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১ মার্চ থেকে সিএনজি স্টেশন পাঁচ ঘণ্টা চালু রাখার ঘোষণা করে পেট্রোবাংলা।
দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়।