নিজস্ব প্রতিবেদক: রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের গভর্নর এম রুবায়েত হোসেনের মাতা মেহেরুন হোসেন রোববার রাতে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার ঢাকার ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদ এবং পরে দোহারের শাইনপুকুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ৩ মেয়ে এবং অনেক আতœীয় স্বজন রেখে গেছেন।
রোটারি গভর্নর (নির্বাচিত) ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং গভর্নর (নমিনি) ইঞ্জিনিয়ার এম ওয়াহাব তার ইনতেকালে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন।