বাহিরের দেশ ডেস্ক: রোহিঙ্গা গণহত্যা মামলার ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) এখতিয়ার নিয়ে করা আবেদনে মিয়ানমারের শুনানি শেষ হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি আবার শুনানি করবে গাম্বিয়া।
গতকাল সোমবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের পিস প্যালেসে এ শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় গ্রেট হল অব জাস্টিসে কিছু সদস্য উপস্থিত থাকলে ছিলেন।
বাকিরা বিচারিক কার্যক্রমে ভার্চ্যুয়ালি অংশ নেন।
মিয়ানমারের রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে ২০১৯ সালের ১১ নভেম্বর আইসিজে আদালতে মামলা করে গাম্বিয়া।
সে সময় প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। মিয়ানমার সেনাবাহিনী ‘গণহত্যার উদ্দেশ্যে’ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করে আসছেন জাতিসংঘের তদন্তকারীরা।
বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি), কানাডা ও নেদারল্যান্ডস গাম্বিয়ার করা সেই মামলায় সমর্থন দিয়েছে।