নাজমুল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রেসক্লাব এর ৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকাল ৯টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোস্তাফিজুর রহমান তারা ও সাধারন সম্পাদক আকতারুজ্জামান। পরে একটি বর্ণাঢ্য র্যালি রৌমারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা সরকার নুরুল ইসলাম, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, মাজহারুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, মাসুদ পারভেজ রুবেল, সুখ বাদশা, ও লিমন মিয়া প্রমূখ।