চকবাজার থেকে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: র্যাব-১০ এর অভিযানে রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে। রোববার (৩ জানুয়ারী) দুপুরে সিপিএসসি, র্যাব- ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে রাজধানীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ৫১০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে । গ্রেফতাররকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে, র্যাব-১০ এর অপর এক অভিযানে রাজধানীর চকবাজার এলাকা থেকে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার করেছে।
গত শনিবার সন্ধ্যায় সিপিসি-১, র্যাব-১০ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে চকবাজারের ৫৭/৪-৫ আর এন ডি রোড, কেল্লার মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে মাহবুব আলম (২৮), পিতা- মোঃ রুহুল আমিন হাওলাদার, সাং- গুয়াবাড়িয়া, থানা- হিজলা, জেলা- বরিশাল ও আপেল মাহমুদ (৩৭), পিতা- হাসান আলী হাওলাদার, সাং- বড়জালিয়া, থানা- হিজলা, জেলা- বরিশাল বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অতিরিক্ত লাভের আশায় নিয়মিতভাবে এই অবৈধ মাদক বিক্রির করেন বলে জানা যায়।