নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শ্যামপুর এলাকা থেকে দেশীয় মদসহ একজনকে আটক করেছে র্যাব-১০ এর একটি আভিযানিক দল।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন মুন্সিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ লিটার দেশীয় মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির রিপন চন্দ্র বারিক (৩৬), পিতা- হরলাল চন্দ্র বারিক, মাতা- মৃত ফুলমালা বারিক, সাং- লক্ষীপুর, থানা- মুলাদী, জেলা- বরিশাল বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতাকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ডেমরা থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।