নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: র্যাব-১০ এর পৃথক অভিযানে যাত্রাবাড়ী, মুগদা, মতিঝিল ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা হতে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ৫ মাদককারবারিকে গ্রেফতার করেছে।
গত রোববার র্যাব-১০, সিপিএসসি এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর শাহরিয়ার জিয়াউর রহমানে পিএসসির নেতৃত্বে রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিলহ হাবিবুর রহমান আশিক ও ইউসুফ উদ্দীন আকাশ নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে। হাবিবুর রহমান আশিক কুমিল্লা জেলার মোশারফ হোসেনের ছেলে ও ইউসুফ উদ্দীন আকাশ ফেনীর দাগনভূইয়া উপজেলার মৃত- আবুল কাশেমের ছেলে।
রোববার দুপুরে একই অফিসারের রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরস্থ স্টাফ কোয়াটার, ১৪ নং আউটফল, মধ্যবস্তি টেপার গলির, টেপার বাড়ির সামনে অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ আলী টেপা (৩৮), পিতা-মৃতঃ মোসলেম উদ্দীন জেলা কুমিল্লাকে গ্রেফতার করে।
এছাড়া, গত সন্ধ্যায় র্যাব-১০, সিপিসি-২, কেরাণীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুরবাগ আমিনপাড়া থেকে ৫০ পিস ইয়াবাসহ গিয়াস উদ্দিন, পিতা- মৃত হাজী বাদশা মিয়াকে।
এছাড়াও, গত ২০ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখ আনুমানিক ১৯.৩০ ঘটিকায় র্যাব- ১০ এ উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃতে রাজধানীর মুগদার দক্ষিণ মান্ডা হতে ২৭০ পিস ইয়াবাসহ আলম হোসেন নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে। আলম হোসেন মুগদার কবির হোসেনের ছেলে। এসময় ১টি মোবাইল উদ্ধার করা হয়।
জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।