বাঙলা প্রতিদিন: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ৯ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১১ গ্রাম হেরোইনসহ মোঃ রায়হান (২৩) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,৭৭,০৫০/- টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জ হতে জ্বালানী তেল চোরাই চক্রের ২ সক্রিয় সদস্য গ্রেফতার, ১৬৮০ লিটার চোরাই তেল এবং ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ।
র্যাব-১১, সিপিএসসির একটি আভিযানিক দল ৯ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮টি ড্রামভর্তি ১,৬৮০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই চক্রের ২ সক্রিয় সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করে।
এ সময় চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।