300X70
শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানালেন আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৬:১২ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে পৌঁছালে তাকে ফুলের তােড়া দিয়ে স্বাগত জানান বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা। এর আগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী শুক্রবার এ কথা জানান। তিনি জানান, রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডনের বাসভবনে ফুলের তােড়া দিয়ে স্বাগত জানায় আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখা।

রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যােগ দিতে এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিন ১৬ সেপ্টেম্বর কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানকালীন হােটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া ও উত্তর। আফ্রিকা বিষয়কমন্ত্রী লর্ড আহমেদ অব উইম্বলডন, লেবার পার্টির বিরােধীদলীয় নেতা স্যার কেয়ার স্টারমারও আলাদাভাবে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় দিন ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বিরােধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর । স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের চতুর্থ দিন ১৮ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে যুক্তরাজ্যের রাজার সংবর্ধনায় যােগ দেবেন প্রধানমন্ত্রী। সফরের পঞ্চম দিন ১৯ সেপ্টেম্বর শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের। শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরের ষষ্ঠ দিন ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়ােজিত সংবর্ধনা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যােগ দেবেন।

এ ছাড়াও তিনি ইউএনএইচসিআরের ফিলিপাে গ্রান্ডি এবং স্নেলােভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহােরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন তিনি নারী নেত্রীদের ইউএনজিএ প্ল্যাটফর্মেও যােগ দেবেন। দিনের শেষে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়ােজিত সংবর্ধনাতেও যােগ দেবেন প্রধানমন্ত্রী।

সফরের সপ্তম দিন ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ, বতসােয়ানা, স্লোভাক প্রজাতন্ত্র ও ইউএন হ্যাবিট্যাটের যৌথ আয়ােজনে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের টেকসই আবাসন শীর্ষক অনুষ্ঠানে যােগ দেবেন। একই দিন, তিনি ডাব্লিউইএফের নির্বাহী পরিচালক প্রফেসর শােয়াব ক্লাউসের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ (জিসিআরসি) চ্যাম্পিয়নস মিটিংয়ে যােগ দেবেন।

বিকেলে, প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতুর ওপর আলােকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তিনি কসােভাের প্রেসিডেন্ট ড. ভজোসা ওসমানি-সাদ্রিউ, ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমাে লালসা মেন্ডোজা এবং রাবাব ফাতিমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সফরের অষ্টম দিন ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এ এমআর) ওপর। একটি বৈঠকের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন এবং আইওএম মহাপরিচালক আন্তোনিও ভিটারিনাের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে একটি উচ্চপর্যায়ের গােলটেবিল বৈঠকে যােগ দেবেন।

পরে, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামচে আক্কা মােহা সেনা প্যাদেই তেকো হুন সেন এবং আইসিসির প্রসিকিউটর নিক ক্লেগ এবং করিম খানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সফরের নবম দিন ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ। দেবেন। এ ছাড়া সফরের দশম দিন ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের আয়ােজনে একটি নাগরিক সংবর্ধনায় যােগ দেবেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :