300X70
সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

লালবাগের তিনতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক
sahana akter
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ প্রায় দুই ঘণ্টা পর পুরান ঢাকার লালবাগের ১ নম্বর আতশখানা লেনের তিনতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায়

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা।

পানি সংকটের কারণে তাদের আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছিল। নিজস্ব পানি শেষ হয়ে যাওয়ায় বাসাবাড়ি থেকে পানি সংগ্রহ করতে হয়েছিল ফায়ার কর্মীদের।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ তবে ভবন থেকে ধোঁয়া বের হওয়ায় এখনো ফায়ার সার্ভিস কাজ করছে।
এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ফায়ার সার্ভিসে দুটি ইউনিট বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ হয় ।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবনটিতে ক্যামিকেল ছিল। সেখান থেকেই আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের পর থেকেই লালবাগ ও আজিমপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :