এম এ মান্নান, লালমনিরহাট: আজ লালমনিরহাটে দুটি পৌরসভা নির্বাচন। কুয়াশা আর ঠান্ডা উপেক্ষা করে সকাল ৮টা থেকে শুরু হয় শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ।
ভোটাররা শতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। তবে বেলা বাড়ার সাথে সাথে লালমনিরহাট পৌরসভার কিছু কেন্দ্রে বিক্ষুব্ধ ঘটনা ঘটেছে।
লালমনিরহাট সাপটানা বাজার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সংঘর্ষে এক সংবাদিকসহ আহত হয়েছে ৫ জন। শহরের বত্রিশ হাজারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে সাধারন কাউন্সিলর সমর্থক একজন আহত হয়। জেলায় এই প্রথম ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহন নিয়ে রয়েছে সাধারন ভোটারদের বিরুপ প্রতিক্রিয়া।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী লালমনিরহাট পৌরসভায় মোট-৪৭,৭৬৯ হাজার এবং পাটগ্রাম পৌরসভায় ২১,৮৫৪ জনভোটার রয়েছেন। দুটো পৌরসভায় মোট ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
লালমনিরহাট জেলা প্রশাসক জানান, জেলার দুটি পৌরসভায় সুষ্ঠভাবে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে স্বাভাভিক । ভোটাররা তাদের ভোটাধিকার শান্তিপূর্নভাবে প্রয়োগ করছে।