এম এ মান্নান, লালমনিরহাট :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে লালমনিরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তত্বাবধানে জেলায় ৫উপজেলার ৩ শত অস্বচ্ছল ও দরিদ্র আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথি থেকে খাদ্য সহায়তা প্রদান করেন লালমনিরহাট আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব। তিনি আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের দুর্দিনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আনসার ভিডিপির সকল সদস্যকে টিকা গ্রহণ করতে হবে এবং সকলকে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আরো বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। এ সময়ে জনগনের পাশে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আনসার ও ভিডিপির সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এসময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণয় অধিকারী, হাতিবান্ধা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ২৮ আনসার ব্যাটালিয়ান এর কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আল-আমিনসহ আনসার ও ভিডিপি সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, পিঁয়াজ, আলু ও একটি করে সাবান প্রদান করা হয়।