এম এ মান্নান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়েছে।
লালমনিরহাট জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে আজ শনিবার সকালে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চত্বরে বেলুন উড়িয়ে র্যালির শুভ সুচনা করেন লালমনিরহাট জেলা প্রশাসক মো: আবু জাফর।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট পরিসংখ্যান কর্মকর্তা ইমরান হোসেন প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু।
পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ওই চত্বরে এসে শেষ হয়।