এম এ মান্নান, লালমনিরহাট: দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক পত্রিকা সময়ের আলোর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় লালমনিরহাট প্রেসক্লাব চত্বরে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বিশিষ্ট কবি সাহিত্যিক ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, জেলা চেম্বার অব কমার্স এর সহ সভাপতি সাখাওয়াত হোসেন সুমন খান, ঢাকনাই বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল ইসলাম বিটু, সিনিয়র সাংবাদিক আইয়ুব আলী বসুনিয়া, এস এ টিভির লালমনিরহাট প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স। অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগনসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তন্ময় আহমেদ নয়ন এর সঞ্চালনায় বক্তারা পত্রিকাটির সাফল্য কামনা করেন।