এম এ মান্নান, লালমনিরহাট : লালমনিরহাটের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল আটটায় ঈদের প্রধান জামাত শুরু হয়। ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যা, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান নামাজ আদায় করেন।
ঈদের প্রথম জামাতে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান। ও ২য় জামাতে নবাবের হাট জামে মসজিদের খতিব মাওলানা আক্কাছ আলী ইমামতি করেন।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নেয়ার জন্য আসেন। এসময় ঈমাম সাহেবদ্বয় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে কোরবানির নিয়ম কানুন ও ত্যাগের মহিমা নিয়ে বিশদ আলোচনা করেন।
ঈদের নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে বৈরি আবহাওয়া থাকায় সদর উপজেলার মডেল মসজিদ সহ পাড়া মহল্লার অনেক মসজিদেও ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।