এম এ মান্নান, লালমনিরহাট: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার দুই জীবিত ভাষা সৈনিককে ফুলের শুভেচ্ছা ও বিশেষ উপহার সামগ্রী দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন।
আজ রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটগন ভাষা সৈনিকদের নিজ নিজ বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ খবর নেন।
এসময় সাথে ছিলেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক মাজেদ মাসুদ, দৈনিক বনিক বার্তার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন ও বাঙলা প্রতিদিন-২৪.কম এর জেলা প্রতিনিধি এম এ মান্নান।
এ দুই ভাষা সৈনিক বাংলা ভাষা প্রতিষ্ঠিত করার আন্দোলনে বিশেষ ভূমিকা রাখায় প্রথমে সদর উপজেলার বড়বাড়ী এলাকায় ভাষা সৈনিক জহির উদ্দিনের বাড়ীতে এবং পরে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হলদিটারী গ্রামে ভাষা সৈনিক আব্দুল কাদের ভাসানীর বাড়ীতে গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুলের শুভেচ্ছা ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। প্রশাসনের এমন সম্মানে খুশি ভাষা সৈনিকরা।