নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক মৃত্যুদণ্ড পাওয়া বহিষ্কৃত কক্সবাজারের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে।
মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট বিচারিক আদালত থেকে হাইকোর্টের ডেসপাচ শাখায় এ সব নথি আসে।
বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মাদ সাইফুর রহমান।
গত ৩১ জানুয়ারি বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে লিয়াকত-প্রদীপকে মৃত্যুদণ্ড ও অপর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া সাতজনকে খালাস দেয়।
গত ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে।
পরে ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। সেখানে লিয়াকতকে এক নম্বর ও প্রদীপকে দুই নম্বর আসামি করা হয়।