নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১২ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। ডেকেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দলীয় প্রস্তুতি চলছে। নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে।দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত হতে সংশ্লিষ্ট সবাইকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে।