নিজস্ব প্রতিবেদক, বাঙলঅ প্রতিদিন: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিচ্ছন্নতাকর্মীর কাছ থেকে ৩৬ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি টাকা।
আজ শুক্রবার সকালে এসব স্বর্ণবার উদ্ধারের পর তাকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার মো. রিয়াজুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে বিমানবন্দরের ল্যান্ডিং স্টেশনে সুরুজ্জামান নামের এক পরিচ্ছিনতাকর্মীকে আটক করা হয়েছে। তার কাছে ৩৬ পিস স্বর্ণের বার মিলেছে, যা প্রায় চার কেজি ওজনের।
তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় চার কোটি টাকা। তিনি কোথায় থেকে এই বারগুলো এনেছেন তা তদন্তাধীন রয়েছে এবং এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।