নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানী ঢাকার শাহজাহানপুর থানাধীন উত্তর শাহজাহানপুর এলাকায় গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) র্যাব- ১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৯ হাজার ১৫১ পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ বাবু রাঢ়ী (২২) নামের ১ জন ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ শাহজাহানপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।