300X70
রবিবার , ৬ মার্চ ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি বিনিময়ে বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সঙ্গে এন ইউ’র চুক্তি সই

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৬, ২০২২ ৮:০০ অপরাহ্ণ

শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বাংলা ভাষাভাষী মানুষের আন্তর্জাতিক সংগঠন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। গতকাল শনিবার (৫ মার্চ) রাতে ভারতের কলকাতায় একটি হোটেলে এই সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস এই সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। এই সমঝোতা পত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আরমা দত্ত, কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান।

আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্য সচিব অমিত কিরণ দেব, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও ভাষাবিজ্ঞানী অধ্যাপক পবিত্র সরকার, বোম্বে ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের সিনিয়র বিচারপতি সোমেন সেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলী, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সমরেশ ব্যানার্জী, বর্তমান সাংসদ ও কলকাতার মহানাগরিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মিত্র, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতী চ্যাটার্জী, ওয়েস্ট বেঙ্গল স্টেইট ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য অশোক রঞ্জন ঠাকুর, কলকাতা রিসার্চ ইউনিভার্সিটির পরিচালক ও বিজ্ঞানী সব্যসাচী ভট্টাচার্য্য, শিল্প দপ্তরের সচিব সঞ্চিতা হাজরা, পিয়ারলেস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. সুজিত কর্পরকায়েস্ত, প্রখ্যাত চিকিৎসক অশোক পোনাগ, রেডক্রসের সচিব সৈয়দ নাসির উদ্দিন প্রমুখ।

এরআগে দুপুর ১২টায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র ভারতী বিশ^বিদ্যালয় পরিদর্শনে যান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপাচার্য। এরপর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সব্যসাচী বসু রায়ের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য ড. মশিউর রহমান।

সভায় দুই দেশের শিক্ষা ও গবেষণায় যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সব্যসাচী বসু খুবই আন্তরিকতার সঙ্গে আলোচনায় অংশ নেন।

তিনি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা-গবেষণা-সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড একসঙ্গে পরিচালনার বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যও সহযোগিতার আশ্বাস দেন এবং আলোচনায় সহমত পোষণ করেন।

শিক্ষা খাতে বিভিন্ন বিষয়ে অগ্রগতি ও উন্নয়ন সাধনের লক্ষ্যে গত ৪ মার্চ উপাচার্য ভারত সফরে যান। ওই দিন বিকালে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় অংশগ্রহণ করেন তিনি। বাংলা ভাষাভাষী মানুষের আন্তর্জাতিক সংগঠন বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর আমন্ত্রণে এই সফর করেন উপাচার্য। দুইদিনের এই সফরে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির বিনিময়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শীর্ষস্থানীয় বাঙালি বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবীর সঙ্গে বৈঠকে মিলিত হন উপাচার্য। আজ ৬ মার্চ বিকালে বাংলাদেশে ফেরেন তিনি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

খাদ্য নিরাপত্তা আরও বাস্তবমুখী ও শক্তিশালী করা হচ্ছে : খাদ্যমন্ত্রী

‍‍‍‍‍‍‍‍‍‍‍হুমায়ূন আহমেদ তাঁর সৃষ্টিকর্মে মন্ত্রমুগ্ধ করেছেন সকল শ্রেণির পাঠককে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মৃত্যুতে ডিএনসিসি মেয়র আতিকের শোক

টঙ্গী-জয়দেবপুর ডাবল লাইনে আনুষ্ঠানিক ট্রেন চলাচল শুরু

ওয়ালটন হাই-টেকে নবগঠিত বিভাগ উদ্বোধন করলেন এমডি

রাজধানীর যাত্রাবাড়ীতে ১ ছিনতাইকারী গ্রেফতার

বান্দরবানের লামায় বন্যার্ত মানুষের পাশে ছুটে গেলেন পার্বত্য মন্ত্রী

কতটুকু কাজ করতে পারব সেটা নিয়ে নিজেই সন্দিহান: ইলিয়াস কাঞ্চন

কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেব না : প্রধানমন্ত্রী

জুলাইতে বন্ধ হবে অনিবন্ধিত মোবাইল ফোন : পলক

ব্রেকিং নিউজ :