300X70
রবিবার , ১৮ অক্টোবর ২০২০ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শিশুহত্যা ও নির্যাতনবন্ধে দ্রুত বিচারের আহ্বান খেলাঘরের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৮, ২০২০ ৭:৩১ পূর্বাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক: শিশুহত্যা ও নির্যাতন বন্ধে দোষীদের দ্রুত বিচার ও রায় কার্যকরের পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে শিশু-কিশোরদের সংগঠন খেলাঘর আসর।

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ আহ্বান জানান খেলাঘরের সংগঠকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, তেমনই নাগরিক হিসেবে আমরা কেউ এর দায় এড়াতে পারি না। আমাদের সবার উচিত, শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সুন্দর ও নিরাপদ শৈশব নিশ্চিত করা। শিশুদের বেড়ে ওঠার পরিবেশ যদি আতঙ্কের হয়, তাহলে তাদের বিকাশও বাধাগ্রস্ত হবে। বিশ্বের সঙ্গে তাল মেলাতে না পেরে নতুন প্রজন্ম পিছিয়ে পড়বে।’

দেশব‌্যাপী নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খেলাঘরের নেতারা বলেন, ‘অনেক দেশ মৃত্যুদণ্ডের বিরোধিতা করলেও এসব অপরাধ দমনে কঠোর আইনের বিকল্প নেই। পাশাপাশি শিশুদের ওপর অপরাধ দমনে সামাজিকভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায় জেগে উঠতে হবে অভিভাবকদের, তাহলে অপরাধীরা ভয় পাবে।’

তারা আরও বলেন, ‘আপনার শিশুকে কার কাছে দিচ্ছেন, বাবা-মায়েদের সেদিকে নজর রাখা উচিত। আপনার শিশু কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কোথায় সময় কাটাচ্ছে, সেসব দেখভালের দায়িত্ব নিজেদের নিতে হবে।’

মানববন্ধনে খেলাঘরের বিভিন্ন শাখা আসর, ঢাকা মহানগর কমিটি, কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহিদ। বক্তব্য রাখেন—সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, হান্নান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সুনীল সরকার, সাহাবুল ইসলাম বাবু, সম্পাদকমণ্ডলীর সদস্য নসরু কামাল খান, সাংবাদিক রাজন ভট্টাচার্য, আসমা আব্বাসি উর্মি, আশরাফ খোকন প্রমুখ।

দেশব্যাপী অব্যাহত শিশুহত্যা, নির্যাতনের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে প্রতিবাদী কর্মসূচির ডাক দেয় খেলাঘর। শনিবার খেলাঘরের শাখা ও জেলা সংগঠন স্থানীয়ভাবে মানববন্ধন, মৌন মিছিল, অবস্থানসহ নানা কর্মসূচি পালন করে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

কৃষি খাতে সর্বোচ্চ প্রণোদনা বিতরণের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক

রবীন্দ্রজয়ন্তীতে বিটিভির আয়োজন

লংকাবাংলা ফাইন্যান্স ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

জরিপের ভিত্তিতে মনোনয়ন পাবেন যোগ্যরা, প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : শেখ হাসিনা

সরকারের পদক্ষেপের কারণেই সারাদেশে নদীভাঙন কমে এসেছে : এনামুল হক শামীম

এবার বার্বির আদলে গোলাপি কফিন

বিশিষ্ট নাট্য সংগঠক সাইফুল ইসলাম মাহমুদের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

সেই কন্যাসন্তানের নাম ‘মিতালী’

রাজধানীতে পৃথক অভিযানে ৩৮ জুয়ারী আটক

বিতর্কিতরা সরকার দলের হলেও অপসারণ করা হবে : দীপু মনি

ব্রেকিং নিউজ :