300X70
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২০ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শিশু অপহরণ মামলা: লোপা ও তার মেয়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১২, ২০২০ ৭:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শিশু জিনিয়া অপহরণ মামলায় লোপা ও তার মেয়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ফুলবিক্রেতা জিনিয়াকে (৯) অপহরণের ঘটনায় করা মামলায় নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২) ও তার মেয়ে মারিয়া বিন নূর নদীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ।

মামলায় লোপার মেয়ে নদী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বুধবার (১১ নভেম্বর) শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) মামলাটির ধার্য তারিখ রয়েছে।

গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রমনা বিভাগ। এ ঘটনায় জড়িত থাকায় নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে গ্রেফতার করে ডিবি।

এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, লোপা তালুকদার ‘অসৎ উদ্দেশ্যে’ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণ করেন।

৮ সেপ্টেম্বর দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, জিনিয়া ঢাবির টিএসসি চত্বরে ফুল বিক্রি করতো। ছোটবেলা থেকেই মা সেনুরা বেগমের সঙ্গে টিএসসিতে থাকতো সে। তিনি গত ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির সূত্রে গোয়েন্দা রমনা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যমতে জানা যায়, দুজন নারী তাকে ফুচকা খাওয়ান এবং টিএসসি এলাকায় তাকে নিয়ে ঘোরাফেরা করেন। একপর্যায়ে ভিকটিমকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান।

এ ঘটনায় ৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় অপহরণ মামলা হয়। মামলাটি গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করা হয়। পরে অপহরণের অভিযোগে লোপা তালুকদারকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

প্রেসিডেন্টের অপেক্ষায় হোয়াইট হাউস

কুমিল্লার মণ্ডপ থেকে লাইভ প্রচারকারী ফয়েজের আদালতে স্বীকারোক্তি

ভাতের থালা দিয়ে পিটিয়ে ছাত্রকে হত্যার অভিযোগ, শিক্ষক গ্রেফতার

রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শার্শা উপজেলা শাখা জেএসএসের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যেসব কারণে এবছর ধরা পড়ছে না ইলিশ !

খোদ যুক্তরাষ্ট্রেই মানবাধিকারের চরম লংঘন হয় : তথ্যমন্ত্রী

বারিতে সিএ পার্কের গবেষণা কার্যক্রমের উপর মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত

বিমান বাহিনী এবং অরিগন ন্যাশনাল গার্ড, যুক্তরাষ্ট্রের মধ্যে ফাইটার পাইলট সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সেঞ্জ অনুষ্ঠিত

চাঁদা না দেয়ায় নির্মাণাধীন ভবন মালিককে হত্যা

ব্রেকিং নিউজ :