রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: হিমেল হাওয়ায় কাঁপছে দেশ। দিনে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও কনকনে বাতাসে বাড়ছে শীতের মাত্রা। বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও ছিন্নমুল মানুষ। উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে বেশ কয়েকদিন ধরেই শীত অব্যাহত রয়েছে। দিনে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও বইছে হিমেল বাতাস। বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমুল মানুষ।
এলাকাবাসীরা জানান, ঠাণ্ডার মধ্যে ঘর থেকে বের হতে পারি না। কিছু করতেও পারছি না। গাইবান্ধায় ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। শীতের কারণে বেশি কষ্ট পোহাচ্ছেন বয়স্ক ও শিশুরা। চুয়াডাঙ্গায় বইছে মাঝারী শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
ঠাকুরগাঁও জেলায় চলছে মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ। স্থানীয়রা জানান, কয়েকদিন কুয়াশা কম ছিল, মঙ্গলবার যেরকম কুয়াশা পড়েছে তাতে কিছু দেখার পরিস্থিতি নাই। আমাদের এলাকায় এ পর্যন্ত কোন কম্বল বা শীতবস্ত্র দেওয়া হয়নি। তীব্র ঠাণ্ডা আর কনকনে বাতাসে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন এসব অঞ্চলের মানুষ।
রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস: রাজধানীসহ সারাদেশে রাতের তাপমাত্রা আগামী দুই দিন আরো কমতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দিনের আবহাওয়াও শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত দেশের নদী আববাহিকা এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের স্থলভাগে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ। এ ছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।