এম এ মান্নান, লালমনিরহাট : শিক্ষা ক্ষেত্রে ঝরে পড়ার হার কমেছে। শুধু প্রাথমিকে নয় মাধ্যমিকেও। আমরা সকল পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে চাই। ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে আমরা যা বলেছি সে লক্ষেই কাজ করছে সরকার। শুধু জ্ঞান অর্জনই নয় এর পাশাপাশি দক্ষতা, কারিগরি, শিক্ষা ও গুনগতমান সম্পন্ন শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
তিনি আজ দুপুরে লালমনিরহাটের উত্তরবাংলা কলেজে মুজিব শতবর্ষ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম জয়ণতী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দেশের শিক্ষাক্রমকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি যোগাযোগ দক্ষতা থেকে মুল্যবোধ পর্যন্ত পুরোটাই শিখতে পারে।
এর আগে মন্ত্রী উত্তরবাংলা কলেজের ৫তলা বিশিষ্ট ছাত্রী হোসটেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মশিউর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু বীরমুক্তিযোদ্ধা, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু প্রমুখ। বক্তারা এ সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করেন।