স্পোর্টস ডেস্ক: লম্বা সময় ধরে ওপেনিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ। সেই ব্যর্থতা কাটাতে দলে নেওয়া হয় দুই তরুণ মোহাম্মদ নাঈম ও সাইফ হাসানকে। পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে তারাও সাফল্য এনে দিতে পারলেন না। শুরুতেই দলীয় ৩ রানে বিদায় নিয়েছেন মোহাম্মদ নাঈম। হাসান আলীর বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নাঈমের সঙ্গে ওপেনিংয়ে নেমেছেন সাইফ হাসান। তিনিও পারলেন না হাল ধরতে। তিনিও বিদায় নিয়েছেন ১ রান করে। শুরুতে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে আজ অভিষেক হয়েছে সাইফ হাসানের। এ ছাড়া একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এবারও সুযোগ হয়নি ইয়াসির আলী রাব্বির। বিশ্বকাপে খেলা শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন শামীম হোসেন ও নাসুম আহমেদ।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে আছেন শরিফুল ইসলাম।
অন্যদিকে ম্যাচের আগের দিনই ১২ জনের দল ঘোষণা করেছিল পাকিস্তান। সেখান থেকে নেই কেবল শাহিন শাহ আফ্রিদি। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি এই পেসারকে।
এই সিরিজ দিয়েই ফের দর্শক ফিরছে মিরপুর শেরেবাংলায়। করোনা মহামারির ২০ মাস বিরতি কাটিয়ে গ্যালারিতে ফিরেছেন ক্রিকেট ভক্তরা। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার অর্ধেকে ম্যাচটি উপভোগ করার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে সিরিজ, ফেভারিটের তকমা পেতে পারত বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এই স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে। বিশ্বকাপ দলের ৫ ক্রিকেটার নেই এবারের সিরিজে। দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকা। বাদ পড়েছেন মুশফিকুর রহিমও। একঝাক নতুনদের নিয়ে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ দল।