নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ডি ৮ সিসিআই ও আইওআরএবিএফ এর সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম এর পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
তার সফল অস্ত্রোপচারের জন্য আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন ও দ্রুত সুস্থতা কামনা করে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।