এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ শ্লোগানকে নিয়ে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার শেখ রাসেল শিশু পার্কের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ পার্কের উদ্বোধন করেন।
বারইখালী পুরাতন জেলখানা মাঠ চত্বরের নির্মিত শেখ রাসেল শিশু পার্কের উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
একইদিনে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কাব হলি-ডে ২০২২ আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
উপজেলা স্কাউট সভাপতি নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কাব হলিডে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা স্কাউট কমিশনার হোসনে আরা হাসি।
আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিহাদ হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী, বক্তৃতা করেন উপজেলা স্কাউট কমিশনার মো. খলিলুর রহমান।