নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।
আজ সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জাতির জনকের উত্তরাধিকার হিসেবে তার স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা। তিনি না থাকলেও স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামের উত্তরাধিকার আওয়ামী লীগ যুগ যুগ ধরে বেঁচে থাকবে।