নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্রী শেখ হাসিনা হচ্ছেন একজন প্রকৃত দেশপ্রেমিক – গরীবের নেতা ও আপনজন বলে মন্তব্যে করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, যতদিন বাংলাদেশের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছেন,একজন মানুষ ও না খেয়ে ও কষ্টে থাকবে না।
বুধবার বেলা ১১ টায় গেন্ডারিয়া থানাধীন লোহাটপুল এলাকায় ভার্চুয়ালে যুক্ত হয়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজী হাফিজুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান হাজী মাহবুবুর রহমান মিশু’র সার্বিক তত্ত্বাবধানে এই উপহার সামগ্রী বিতরন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্যে রাখে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। এছাড়া ও উপস্থিত ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক মো: মিরাজ হোসেন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল নবী সাগর ও গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।