300X70
বুধবার , ২৮ এপ্রিল ২০২১ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শেষ টেস্টে আগামীকাল জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৮, ২০২১ ৪:৩২ অপরাহ্ণ

মাঠে-মাঠে ডেস্ক: সিরিজ দ্বিতীয় এবং শেষ টেস্টে আজ বৃহস্পতি ফের একবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট।

অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে। ফলে দ্বিতীয় ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

শ্রীলঙ্কার মাটিতে সিরিজের প্রথম ম্যাচে বোলিংয়ে খুব ভালো করতে না পারলেও ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। ওই ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের সেঞ্চুরিতে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাব দিতে নেমে ৮ উইকেটে ৬৪৮ রান তুলে লঙ্কান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ১০০ রান তুললে দুদল ড্র মেনে নেয়।

ব্যাট হাতে তামিম-শান্ত-মুমিনুলদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশের সমর্থকরা। আর বোলিংয়ে দায়িত্ব নিতে হবে তাসকিন-তাইজুলদের। বাংলাদেশের একাদশে বোলিংয়ে একটি পরিবর্তন আসতে পারে। এবাদত হোসেনের জায়গায় অভিষেক হতে পারে উদীয়মান বা-হাতি পেসার শরিফুল ইসলামের।

শূন্য ঝুড়ি নিয়ে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে মুমিনুল হকের দল। প্রথম টেস্টের আগ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫টি ম্যাচ খেলে প্রত্যেকটিতেই হারে টাইগাররা। অবশেষে পায় কাঙ্ক্ষিত পয়েন্টের দেখা।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত মোট ২১টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ১৬টি ম্যাচেই জিতেছে লঙ্কানরা। আর ২০১৭ সালের নিজেদের শততম টেস্ট খেলতে নেমে শ্রীলঙ্কার মাটিতে ৪ উইকেটের জয় পেয়েছিল মুশফিকুর রহিমের দল। লঙ্কানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয় এই একটিই। অন্য তিনটি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে শ্রীলঙ্কার সর্বোচ্চ সংগ্রহ ৭৩০ রান। আর বাংলোদেশের সর্বোচ্চ সংগ্রহ ৬৩৮ রান। ২০১৩ রানে দেশের মাটিতে এই রেকর্ডটি গড়েছিল টাইগাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক মোহাম্মদ আশরাফুল। পাঁচটি সেঞ্চুরিতে ১০৯০ রান করতে সক্ষম হন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কান কিংবদিন্ত ক্রিকেটার কুমার সাঙ্গাকারা বাংলাদেশের বিপক্ষে করেছেন দুদলে যেকোনো ব্যাটসম্যানের বেশি ১৮১৬ রান।
বল হাতে কালজয়ী স্পিনার মুত্তিয়া মুরালিধরন মাত্র ২২ ইনিংসে সর্বোচ্চ ৮৯টি উইকেট লুফে নেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে ১২ ইনিংসে সর্বোচ্চ ২৯টি উইকেটের নেন সাকিব।

দ্বিতীয় টেস্টের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মো. মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
দিমুথ করুনারতেœ, লাহিরু থিরিমান্নে, ওসাদা ফারনান্দো, অ্যাঞ্জেলা ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান দিকভেলা, সুরাঙ্গা লাকমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নানন্দো এবং লাকসান সান্দাকান।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তাবলয়ে কক্সবাজার

পলাশডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ১৯ নির্দেশনা

গভর্নিং বডির অপসারণের দাবীতে আইডিয়াল কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচী

রাজধানীতে ১১ চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেফতার

বিএনপির রাজনীতি এখন উটপাখির নীতিতে চলছে: কাদের

মোশাররফ করিম এবার ওয়েব সিরিজে

প্রযুক্তিখাতে ইউআইপাথের আন্তর্জাতিক সম্মাননা পেল জেনেক্স ইনফোসিস

ঢাকাসহ ১৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

ব্রেকিং নিউজ :