নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অগ্নি দুর্ঘটনায় সচেতনতা সৃষ্টিতে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো.এহছানে এলাহী প্রধান অতিথি হিসেবে এ মহড়ার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব বলেন, প্রতি বছর অগ্নিকান্ডে অনেক জানমালের ক্ষতি হয়। বড় বড় শিল্প -প্রতিষ্ঠান ধবংস হয়। অনেক প্রাণ হানি ঘটে। অতি গুরুত্বপূর্ণ এ বিষয়ে সকলের সচেতনতা খুবই জরুরী। অগ্নি সচেতনতায় ৮০ শতাংশ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জানমাল রক্ষা সম্ভব।
পরিবারের সকল সদস্যকে অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রাথমিক কৌশলগুলো জানা রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মৌলিক নিয়মগুলো সবাইকে জানতে হবে। প্রয়োজনে ঘরে ফায়ার এক্সটিঙ্গুইশার রাখতে হবে এবং তার ব্যবহার জানতে হবে। সবার কাছে নিকটবর্তী ফায়ার সার্ভিসের ফোন নম্বর সেভ করে রাখার পরামর্শ দেন বক্তারা।
মহড়া অনুষ্ঠানে শ্রম অধিদপ্তের মহাপরিচালক গৌতম কুমার এর সভাপতিত্বে বিকেএমইএ এর নির্বাহী মোহাম্মদ হাতেম, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ এর সভাপতি সিরাজুল ইসলাম রনি এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. ফজলুর রশিদ বক্তৃতা করেন।
ঘন্টাব্যাপী এ মহড়ায় কিভাবে এবং কত দ্রুত আগুন নেভানোর পদক্ষেপ নিতে হবে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিতে হবে এবং আটকে পড়া মানুষদের উদ্ধার করার পদ্ধতি দেখানো হয়।